বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। দ্বিতীয় সেশনে মাঠে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১৬ রান যোগ করতেই সাজঘরে ফেরে ফিরেছেন মাহমুদুল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান। নাজমুল হাসান শান্ত ৩ রানে এবং মুমিনুল হক ২২ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরুতে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম সেশন। তাই দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আগের দিন ৪২ বলে ২৮ রান করা জয় ও ২৬ বলে ১৫ রান করা মুমিনুল হক।
দ্বিতীয় দিনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল তারা। তৃতীয় তিনের দলীয় ১৬ ও ব্যক্তিগত ৫ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান। ৬৫ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ব্যাটার।
আরটিভি/এসআর/এস