প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অনেকটাই দূরে সরে গেছে ম্যানচেস্টার সিটি। তবে অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছে দারউইন নুনেস।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে বের্নার্দো সিলভা সিটিকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন নুনেস। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল এটি।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটিজেনরা। সপ্তম মিনিটে সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাট করেন ওমার মার্মাউশ। প্রতিপক্ষের পা ছুঁয়ে যাওয়া বলে ছুটে গিয়ে শট নেন বের্নার্দো সিলভা, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিলেও তার গায়ে লেগে বল জড়ায় জালে।
তবে ব্যবধান ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। ১৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ড। বক্সে রুবেন দিয়াসের চ্যালেঞ্জে ভিলার জ্যাকব র্যামজি পড়ে গেলে ভিএআরে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় রেখে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ৬০তম মিনিটে দ্বিতীয় গোল সিটি পেয়েই যাচ্ছিল প্রায়। মার্টিনেজ পোস্ট ছেড়ে এগিয়ে থাকায় কেভিন ডে ব্রুইনের পাস পেয়ে বক্সের বাইরে থেকে চিপ শট নেন জেমস ম্যাকাটি, পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।
৮০তম মিনিটে মার্মাউশ ভিলার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ড্রয়ের পথে থাকা ম্যাচে শেষ সময়ে নুনেসের গোলে উল্লাসে ফেটে পড়ে গোটা ইতিহাদ। অতিরিক্ত সময়ে বাঁ দিক থেকে জেরেমি ডোকুর পাসে দূরের পোস্টে কাছ থেকে শটে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার।
আসরে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল সিটি। ৩৪ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গার্দিওয়ালার শিষ্যরা। ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
আরটিভি/এসআর/এআর