ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সিলেট টেস্ট চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০২:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। এর মধ্যেই দুঃসংবাদ পেয়েছে বিসিবি। ম্যাচ চালাকালীন সময়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন সিলেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। এরপর পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি। ইকরাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

470060069_1020044889838869_1683269994241341711_n

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।

উল্লেখ্য, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |