ক্রিস্টাল প্যালেসের সাথে বুধবার (২৩ এপ্রিল) ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। আর যার কারণে প্রিমিয়ার লিগের শিরোপা উৎসবের অপেক্ষা বেড়ে গেলো লিভারপুলের।
আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে হেরে গেলেই মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হতে পারত লিভারপুল। এখন শিরোপা উৎসবের জন্য লিভারপুলকে রোববার (২৭ এপ্রিল) টটেনহামের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
এই মুহূর্তে লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের তুলনায় ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে লিভারপুল। আর্সেনালের হাতে রয়েছে চার ম্যাচ।
অন্যদিকে রেডসদের হাতে একটি ম্যাচ বেশী রয়েছে। আগামী রোববার এ্যানফিল্ডে টটেনহ্যামের কাছে হার এড়াতে পারলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমান ২০তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের।
আরটিভি/এসকে