ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার তানজিম সাকিবের পরিচয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০২:২০ পিএম


loading/img
ছবি: বিসিবি

তানজিম হাসান সাকিব ২০ অক্টোবর ২০০২ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তানজিম হাসান সাকিব অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় অনূর্ধ্ব-১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাইয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ মাসের বোলিং কোর্স সম্পন্ন করে বিকেএসপিতে ভর্তি হন।

বিজ্ঞাপন

২০২৩ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয়। ২০২৩ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে তার ওডিআই অভিষেক হয়।২৭ ডিসেম্বর ২০২৩ সালে বাংলাদেশ দলে নিউজিল্যান্ড সফরের ১ম টি২০ ম্যাচে তার আন্তর্জাতিক টি২০তে অভিষেক হয়।

SAKIB_

বিজ্ঞাপন

জানুয়ারি ২০২৫ সালে তাকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের দলে ওডিআই ও টি২০ খেললেও লাল বলে খেলাটা তার কাছে স্বপ্ন ছিলও। সেই স্বপ্ন যেনও কিছুতেই পূরণ হচ্ছিলো না। এবার সেই স্বপ্ন পূরণ হলও তানজিম সাকিবের। বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ডানহাতি এই পেসার। সোমবার(২৮ এপ্রিল) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয় সাকিবের। ম্যাচ শুরু হওয়ার আগে এই টাইগার বোলারের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

২০২৩ সালে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হয় তানজিম সাকিবের।বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ১৩ টি ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন এই পেসার। এবার শুরু হলো সাকিবের লাল বলের যাত্রা। 

আরও পড়ুন

বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান।ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ২৭ মার্চ ২০১৯ সালে লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয়। ২৯ মার্চ ২০২১ সালে সিলেট বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে তার ফার্স্ট ক্লাস ম্যাচে অভিষেক হয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ২৫ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |