ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশের বিশাল লিড

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০২:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত বছর সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে চলতি বছরের শুরুটা ভালো করতে পারেননি তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ।  

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট চালাতে থাকেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ইনিংস লম্বা করতে পারেননি তাইজুল। ৪৫ বলে ২০ রান করে আউট হন তিনি।

অপর প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তুলতে পেরেছে টাইগাররা। 

বিজ্ঞাপন

দ্বিতীয় সেশনেও মিরাজের সঙ্গে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন সাকিব। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৮০ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

আরও পড়ুন

এর আগে, তাইজুলকে সঙ্গে নিয়ে ১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলেন মিরাজ। আর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |