ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি! 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০৫:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল কোপা দেল রের ফাইনালেই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ দাবি করে আসছিল ফাইনালে রিয়াল মাদ্রিদ হারলেও চাকরি হারাতে পারেন আনচেলত্তি। আর এই সুযোগটাই নিতে চেয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাই সকলে চোখ ছিল কোপা দেল রের ফাইনালে। নিউইয়র্ক ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এক চাঞ্চল্যকর তথ্য জানায়।  

বিজ্ঞাপন

রিপোর্ট অনু্যায়ী, কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদ ছাড়ছেন আগামী জুনে এবং এরপর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের  দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু বেশি দিন না যেতেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। নতুন খবর আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মধ্যকার সম্ভাব্য চুক্তি ভেস্তে গেছে।

বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য উঠে আসছে। স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ এবং ‘রেলেভো’ দুটি ভিন্ন কারণ উল্লেখ করেছে, যার সাথে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ ও ‘মার্কা’ তথ্যে মিল রয়েছে। অন্যদিকে ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’ এই চুক্তি ভঙ্গের জন্য রিয়াল মাদ্রিদকেই দায়ী করছে।

বিজ্ঞাপন

‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রস্তাব পাওয়ার পরই আনচেলত্তি সৌদি আরব থেকে আরও লোভনীয় একটি প্রস্তাব পেয়েছেন। সৌদি এবার আনচেলত্তির দিকে নজর দিয়েছে। সেই সাথে তাকে প্রতি মৌসুমে প্রায় ৫ কোটি ডলার পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

মার্কা ও রেলেভো জানিয়েছে যে, রিয়াল মাদ্রিদ তাদের বর্তমান কোচকে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিশেষ করে ক্লাব বিশ্বকাপের আগে ছাড়তে রাজি নয়। কিন্তু ব্রাজিলের শর্ত ছিল আনচেলত্তিকে জুন মাস থেকেই দলের দায়িত্ব নিতে হবে।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’ রিয়াল মাদ্রিদকে দোষারোপ করে জানিয়েছে, মাদ্রিদের ক্লাবটির আপত্তির কারণেই আনচেলত্তির সাথে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। দ্য অ্যাথলেটিকের রিপোর্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী রিয়াল মাদ্রিদের ২০২৬ সালের জুন পর্যন্ত আনচেলত্তির পুরো বেতন পরিশোধ করার কথা ছিল এমনকি তিনি ক্লাব ছেড়ে দিলেও। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ শেষ মুহূর্তে এই প্রস্তাবে অসম্মতি জানান যা আনচেলত্তিকে ব্রাজিলের প্রস্তাব থেকে সরে আসতে প্রভাবিত করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য,  কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ না হলে সেলেসাওদের পরবর্তী কোচ কে হবেন, এ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ব্রাজিলের কোচ হওয়ার তালিকায় বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ হোর্হে হেসুসের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে।    


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |