ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইসিসির নিয়মের জন্য ভারতের হয়ে খেলতে পারছে না বৈভব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৮:৩৮ পিএম


loading/img

আইপিএলের ইতিহাসে সাক্ষী থাকল পুরো ক্রিকেট বিশ্ব। সোমবার (২৮ এপ্রিল) রাতে জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে ব্যাট হাতে যে তাণ্ডব লীলা চালিয়েছেন, তারপর এই নামটা কারোর কাছেই আর অজানা নয়। ৩৫ বলে হাঁকিয়েছেন ঝকঝকে একটি শতরান। তিনি বৈভব সূর্যবংশী। ম্যাচ শেষে বৈভব প্রশংসা কুড়িয়েছে কোচ দ্রাবিড়, রোহিত, শচীনসহ গোটা ক্রিকেট দুনিয়ার। 

বিজ্ঞাপন

আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় বৈভবকে দলে নেয় রাজস্থান রয়্যালস। নাগপুরে রাজস্থানের হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণের সময়েই তার প্রতিভা দলের নির্বাচকদের নজরে আসে। ক্রিস গেইলের পর প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করে বৈভব। মাত্র ১৪ বছর বয়সে শতরানকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় সে।
  
ভারতের পরবর্তী লক্ষ্য টি-২০ বিশ্বকাপ। দুরন্ত পারফরম্যান্স করেও বৈভব ভারতীয় দলের হয়ে খেলতে পারবে না। কারণ আইসিসির বর্তমান নিয়মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স ১৫ বছর করা হয়েছে। ২০২৬ সালের ২৭ মার্চ এ ১৫ বছর বয়স হবে বৈভবের। অতএব রেকর্ড করেও জাতীয় দলের হয়ে খেলতে পারছে না তিনি।

যদিও একটি বিকল্প নিয়মে পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকলে বিশেষ অনুমতিতে বয়সের মাপকাঠিতে না থেকেও অংশগ্রহণ করা যায়। যার ফলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে বৈভবকে ভারতের জার্সিতে দেখার আশা এখনও রয়েছে।    

বিজ্ঞাপন

রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম ও কুয়েতের মিত ভাবসার এবং পাকিস্তানের হাসান রাজা ১৫ বছর বয়সের আগেই  আন্তর্জাতিক ক্রিকেট খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অর্থাত্‍, বৈভবও এ বিশেষ নিয়মে খেলার অনুমোদন পেতে পারে। কিন্তু বিশ্বকাপ না হলেও, এই বছরের জুনে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করবে বলে আশা করা যায়। 

আরও পড়ুন

উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫৮ বল খেলে সেঞ্চুরি করেন বৈভব। সেই ইনিংস তাকে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে পরিচিতি দেয়। এরপর ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে ১৭৬ রান করেন বৈভব সূর্যবংশী। এছাড়াও একটি অপরাজিত ৩৩২ রানের ট্রিপল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |