বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার (২মে) ম্যাচ ছিল নাটকীয়তায় ভরা। এদিন আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা হারানোর প্রতিশোধ নিলো বসুন্ধরা কিংস। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখলো।
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও বসুন্ধরা কিংস মুখোমুখি হয়। প্রথমার্ধেই সাবেক ক্লাব আবাহনীর জালে বল জড়ান কিংসের ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের জয় নিশ্চিত করেন তিনি।
শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে উত্তপ্ত হয়ে উঠে পুরো স্টেডিয়াম। যে কারণে রেফারি দুই দলের খেলোয়াড়দের লাল কার্ড দেখান। দুই দলের তিন জন খেলোয়াড় এই দিন লাল কার্ড দেখেন। ম্যাচে হাতাহাতির ঘটনার জন্য কিংসের সোহেল, সাদ উদ্দিন এবং আবাহনীর শাহিন আহমেদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ডাগআউটেও এই ঘটনার উত্তেজনার রেশ দেখা যায়।
এই জয় নিয়ে বসুন্ধরা কিংস ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে, আর আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে।
আরটিভি/এসকে/এআর