ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়া কাপ: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৯:০১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা নেই বলে মনে করেন তিনি। তাঁর মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উচিত কেন্দ্রীয় সরকারের পথে চলা।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে গাওস্কর বলেছেন, ‘‘বিসিসিআই সব সময় ভারত সরকারের কথা মতো অবস্থান নেয়। আমার মনে হয় না এশিয়া কাপের ক্ষেত্রে আলাদা কিছু হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই সবটাই নির্ভর করবে, পরিস্থিতি কেমন থাকবে তার উপর। এখনকার পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তা হলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এ বছরের শেষ দিকে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে তা এখন ঝুঁকির মুখে।গাভাস্কার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি বলেন, ‘‘এর পর কী হবে জানি না। হয়তো এসিসি ভেঙে দেওয়া হবে। তিনটি দেশকে নিয়েই হয়তো খেলা হবে। এর সঙ্গে হয়তো হংকং এবং সংযুক্ত আরব আমিরশাহিকে আমন্ত্রণ জানানো হবে। আগামী কয়েক মাসের পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করবে। এসিসি ভেঙে গেলে আমি অন্তত অবাক হব না। দু’টি দেশ পরস্পরের সঙ্গে লড়াই করলে এক সঙ্গে খেলা একটু সমস্যার হয়।’’ 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘‘এমনও হতে পারে ভারতই এসিসি থেকে বেরিয়ে এল। চারটি বা পাঁচটি দেশকে নিয়ে প্রতিযোগিতা হল। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হল। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আয়োজক হলে হয়তো অন্য রকম হতে পারত। কিন্তু এ বারের প্রতিযোগিতার আয়োজক ভারত। ভারতই আয়োজন করবে।’’ 

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলছে ভারত সরকার।যার কারণে দুই দেশের সীমান্তে উত্তেজনাও বেড়ে গেছে। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লাও জানিয়েছিলেন, ভারত কখনই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |