ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সাইফউদ্দিনকে নিয়ে নির্বাচকরা যে ব্যাখ্যা দিলেন  

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ১১:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বর্তমানে জাতীয় দলের আশেপাশেও নেই তিনি।সেই সাথে জায়গা হয়নি ‘এ’ দলের স্কোয়াডেও। সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে খেলেছিলেন। 

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। একই দিনে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বোর্ড। তবে কোনো দলেই জায়গা হয়নি সাইফের। বর্তমানে তার কোনো দলেই না থাকার কারণ জানিয়েছে নির্বাচক প্যানেল। 

সাইফউদ্দিনকে দলে না রাখার ব্যাপারে নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, ‘সাইফউদ্দিন সিস্টেমের মধ্যে আছে। ফিটনেস বা এসব বিষয় নিয়ে ওর সঙ্গে আজকেই (রোববার) বসার কথা। ট্রেনারও দেখবে। ক্লিয়ারেন্স পাওয়ার পর অবশ্যই। সে আমাদের চিন্তার বাইরে নয়।’

বিজ্ঞাপন

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সে (সাইফউদ্দিন) চিন্তার বাইরে নয়। বিশ্বকাপেও প্রাথমিক দলে ছিল। টাইগার্সের বড় অংশ মিস করে যায় ফ্যামিলি ক্রাইসিসের জন্য। পরে তাকে ‘এ’ দলে রাখা হয়েছিল তখন তিনি আবেদন করেই ২ মাস যেন ক্রিকেট থেকে বিরত রাখা হয়, এখন আবার তিনি ভালো করছেন, আগ্রহ দেখিয়েছেন। সবার ফিটনেস টেস্ট হয় তারটা হয়নি এখনও। তার কার্যক্ষমতা কোন পর্যায়ে আছে সে হিসাবে আবারও চিন্তা করা হবে। প্রসেসের মধ্যেই আছে।’ 

আরও পড়ুন

উল্লেখ্য, আমিরাতের বিপক্ষে ২ ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ মিলে মোট ৭ টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |