গাড়ির ধাক্কায় আহত ৩ পিএসজি সমর্থক, গ্রেপ্তার ৪৩

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ১২:৫৯ পিএম


গাড়ির ধাক্কায় আহত ৩ পিএসজি সমর্থক, গ্রেপ্তার ৪৩
পিএসজি। ছবি: এএফপি

২০২০ সালে এমবাপ্পে-নেইমারদের দুর্দান্ত পারফরম্যান্সের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু বায়ার্নের কাছে ১ গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয় ফরাসি জায়ান্টদের। এরপর মেসি-রামোসদের মতো তারকাদের মেলা বসিয়েও চ্যাম্পিয়নস লিগের ট্রফি ঘরে তুলতে পারেনি নাসের আল খেলাইফির মালিকানাধীন দলটি।

বিজ্ঞাপন

তবে চলতি মৌসুমে হাকিমি-দেম্বেলেদের মতো তরুণদের দুর্দান্ত একটি দল তৈরি করেছে লুইস এনরিক। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে তারা।

বুধবার (৭ মে) ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জয়ের পর ফরাসি দলটির সমর্থকরা প্যারিসের রাস্তায় আনন্দ-উল্লাস শুরু করে। এই সময়ে গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

প্যারিস পুলিশ জানিয়েছে, শহরজুড়ে ছোটখাটো ঘটনায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ব্যক্তিরা একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৩১ মে মিউনিখের চ্যাম্পিয়নস লিগের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে ইন্টার মিলানের মুখোমুখি হবে লুইস এনরিকের পিএসজি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission