ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শনিবার দেশে ফিরছেন পিএসএল খেলতে যাওয়া রিশাদ-নাহিদ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ১১:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা এখন যুদ্ধে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর তাতেই পিএসএলের রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের বাকি অংশ। এই উত্তেজনাকর পরিস্থিতিতে দ্রুততম সময়ে দেশে ফিরে আসছেন পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ তৎপরতায় শনিবার (১০ মে) তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়। পাকিস্তান ছেড়ে তারা দুবাইয়ে পৌঁছেছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির এবং পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে ফোনে ও মেসেজে কথা বলেছেন। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি।

আরও পড়ুন

বিসিবির প্রচেষ্টায় বিশেষ বিমানে পাকিস্তান ছেড়েছেন রিশাদ ও নাহিদ। প্রথমে তারা দুবাইয়ে পৌঁছাবেন এবং সেখান থেকে শনিবার (১০ মে) সকালে বাংলাদেশের বিমান ধরবেন। আশা করা যায়, বিকেল নাগাদ তারা সুস্থভাবে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |