টাইগারদের বোলিং কোচ হয়ে যা বললেন টেইট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০৪:২১ পিএম


শন টেইট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন আন্দ্রে অ্যাডামস। তার জায়গায় টাইগার বোলারদের দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন টেইট। 

বিজ্ঞাপন

বাংলাদেশের দায়িত্ব পেয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’

এদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানেন আন্দ্রে অ্যাডামস। শনিবার (১০ মে) মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফরা অ্যাডামসকে ফুল দিয়ে বিদায় জানান।   

বিজ্ঞাপন

এর আগে, বিসিবির জানায়, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংস টেইটের অধীনে লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission