ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সিরিজ জয়ের লক্ষ্যে সতীর্থদের ‘স্বাধীনতা’ দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৮:৩৪ এএম


loading/img
লিটন। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে স্থায়ীভাবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব শুরু করবেন লিটন কুমার দাস। মাঠে নামার আগে ক্রিকেটারদের ভয়-ডরহীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মে) বিসিবি প্রকাশিত এক ভিডিওতে লিটন বলেন, সবার জন্য একটা বার্তাই থাকবে যে, ‘ফিল ফ্রি’। এই ফরম্যাটে খেলার সময় অনেক চিন্তা আসে। আমি চাইব প্রতিটা খেলোয়াড় তার জায়গা থেকে যত স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা উপভোগ করতে পারে।

‘আগেভাগে ফলাফলের কথা না ভাবলেও…সেটা একটা সময় চলে আসবে, কিন্তু আমরা প্রসেস কতটা বজায় রাখতেছি টা আমার জন্য গুরুত্বপূর্ণ।’ 

বিজ্ঞাপন

এই সিরিজ দিয়েই নিজের অধিনায়কত্বের শুরুটা করার লক্ষ্য লিটনের, ‘এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি।

নিজেদের ভালো দল বলে উল্লেখ করে তিনি, ভালো ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ইউএই’র মাঠে তারা ভালো দল। তারা এখানে সবসময় খেলে, এই কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে। একইসঙ্গে আমাদের দলও অনেক ভালো, আমরা চেষ্টা করব মানিয়ে নেওয়ার এবং ভালো ক্রিকেটটা খেলার।’ 

উল্লেখ্য, রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |