আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে জর্ডানে ত্রিদেশীয় ত্রিদেশীয় প্রীতি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ জন্য জর্ডানে পাড়ি জমিয়েছে বাফুফের ঘোষিত ২৩ সদস্যে শক্তিশালী স্কোয়াড।
সোমবার (২৬ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তারা। এই সফরের স্কোয়াডে জায়গা পাননি সাফজয়ী পাঁচ ফুটবলার—সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার৷
আগামী ৩১ মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। তিন দলের এই প্রীতি সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার এর প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই টুর্নামেন্ট শেষেই মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ। আর শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন।
জর্ডান সফরে ২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার।
ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার ও জয়নব বিবি।
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার ও শান্তি মার্ডি।
ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
আরটিভি/এসআর-টি