ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। দীর্ঘ ১৯ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশে নেমেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টিতেই টানা দুই সিরিজে পরাস্ত হয়েছে তারা। এক ম্যাচ হারার পর, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও আরও বাজেভাবে হারছে বাংলাদেশ।
তাই লিটন-শান্তদের এমন অবনতি নিয়ে এবার হাস্যরস করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রজিম রাজা। ম্যাচের পর ম্যাচ টাইগারদের নতুন নতুন ভুল করাটা রুটিন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, বাংলাদেশ এরকমই দল, সবসময়ই তারা এমন করে থাকে। প্রথম ম্যাচে যে ভুলগুলো করে, দ্বিতীয় ম্যাচে এর বেশি ভুল করে, নতুন করে ভুল করে।
‘আর তিন নম্বর ম্যাচে আরও অন্য রকমের ভুল করে। এরকম না যে তারা ভুল থেকে শিখছে। বরং মনে হয় যে ভুল করাই ওদের রুটিন হয়ে গেছে। এই ধরনের ভুল তাদের করতেই হবে।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০২ রান তাড়া করতে গিয়ে ৩৭ রানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫৭ রানে হারে লাল সবুজরা।
হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রাত ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন দেখার পালা, রমিজের মন্তব্য লিটনরা মিথ্যা প্রমাণ করতে পারে কি না, নাকি আবার নতুন ভুল করে ধবলধোলাইয়ের লজ্জায় ডোবে।
আরটিভি/এসআর/এস