ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ১২:৪৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জয় অধরাই থেকে গেল বাংলাদেশের। আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক সাহিবজাদা ফারহানকে ফেরানো গেলো শুরুতেই। তবে মোহাম্মদ হারিস দানবীয় ব্যাটিংয়ে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তাতে লড়াইটাও করতে পারলো না বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো টাইগাররা। 

বিজ্ঞাপন

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়ে তা ছিন্ন করে দেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। তাতে ৭ উইকেটের বিশাল জয়ে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করল ম্যান ইন গ্রিনরা।

এদিন টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ছিলো টাইগারদের। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ১০.৫ ওভারে গড়েন ১১০ রানের জুটি। 

বিজ্ঞাপন

দারুণ শুরু পাওয়া বাংলাদেশ এরপর অবশ্য আর সে ছন্দ ধরে রাখতে পারেনি। শেষ ৯ ওভারে ব্যাটারদের ব্যর্থতায় থেমে যায় মাত্র ১৯৬ রানে, ৬ উইকেট হারিয়ে।

এই ইনিংসটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ হলেও তা যথেষ্ট ছিল না। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকেন পাকিস্তানের ব্যাটাররা। 

ওপেনার সাইম আইয়ুব মাত্র ৫ রানের জন্য ফিফটি মিস করলেও, মোহাম্মদ হারিস ঝড় তুলেন ব্যাট হাতে। মাত্র ৩৫ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি হয়ে যান পাকিস্তানের প্রথম ব্যাটার, যিনি ওপেনার না হয়েও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। 

বিজ্ঞাপন

হারিসের ১০০ রানের ইনিংস এবং অন্যদের ছোট ছোট ক্যামিওতে ১৬ বল হাতে রেখেই ১৯৭ রানে পৌঁছে যায় পাকিস্তান। তাতে ৭ উইকেটে সহজ জয় পায় সফরকারীরা। এই হারে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |