ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৪:৪০ পিএম


loading/img
হেইনরিখ ক্লাসেন। ছবি: এএফপি

দুপুরে নিজের অনলাইন প্ল্যাটফর্মে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল; যা নিয়ে নানা আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়। আর বিকেল হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন হেইনরিখ ক্লাসেন।

বিজ্ঞাপন

রোববার (২ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছেন প্রোটিয়া তারকা ব্যাটার।

পোস্টের ক্যাপশনে ক্লাসেন লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এটা আমার জন্য দুঃখের দিন। ভবিষ্যতে আমার এবং পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখন আমি পুরোপুরি স্বস্তিতে আছি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন ক্লাসেন। ৩২.৪৫ গড়ে করেছেন ৩২৪৫ রান। ফিফটি আছে ১৬টি, সেঞ্চুরি ৪টি।

আরটিভি/এসআর

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |