আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৬:০১ পিএম


আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন
আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন। ছবি: সংগৃহীত

আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশী চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল। রোববার (১ জুন) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলেট আয়রনম্যানের এবারের আসর।

বিজ্ঞাপন

যেখানে একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় নিদিষ্ট সময়ে শেষ করতে হয়। প্রায় ১৫ ঘণ্টায় উক্ত দূরত্ব শেষ করে আয়রনম্যান উপাধি পান সাকলায়েন।

সকাল ৭টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয় এ ট্রায়াথলেট আসর। সাকলায়েন জানান, জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা অনেক গৌরবের। বলতে গেলে একটা বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে দু:খের বিষয় অত্যন্ত ব্যায়বহুল এই ট্রায়াথলেটে অংশ নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করছেন তারা কোন সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পান না। এ ব্যাপারে সরকারের নজর দেওয়া জরুরি। এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রম্যান ৭০.৩ পরপর দুবার শেষ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন পৌঁছান সাকলায়েন। ১৬.১ কিলোমিটারের এ চ্যানেলটি, বাংলাচ্যানেল নামে পরিচিত। পেশায় তিনি দেশের একজন খ্যাতিমান ভাসকুলার সার্জন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ভাসকুলার সোসাইটির জেনারেল সেক্রেটারি তিনি। কর্মরত আছেন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিওর নিউজ প্রেজেন্টারদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ'র(এনবিএ) প্রেসিডেন্ট হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission