ইন্টার মিলানকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি ক্লাবের সাবেক তারকাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের আল-খেলাইফি বলেন,‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া কিংবা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি ও এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েনি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তারাই। আমরা কখনো তাদের অবদান ভুলব না।’
খেলাইফি আরও বলেন, ‘হ্যাঁ আমরা এখন আর বড় নাম কিনি না। আমরা এমন খেলোয়াড় খুঁজি, যারা ক্লাবের জন্য নিঃস্বার্থভাবে খেলবে। এখন তারকারা দলের জন্য খেলছে, দল তারকাদের জন্য নয় এটাই পার্থক্য,’ বলেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে এবারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিএসজির উসমান ডেম্বেলে। সেরা উদীয়মান খেলোয়াড় দেজিরে দুয়ে। নিজ দলের তরুণ খেলোয়াড়দের ওপর পিএসজি সভাপতির পুরো আস্থা আছে।
এই বিষয়ে খেলাইফি বলেন, ‘পুরো প্রতিযোগিতার সেরা একাদশে পিএসজির সাতজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, আমরা ভবিষ্যত তৈরি করছি।’
পিএসজির চোখ এবার ক্লাব বিশ্বকাপের উপর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা।
আরটিভি/এসকে