ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পিএসজির কাছে হেরে ইতালি ছাড়ছেন ইন্টার কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ জুন ২০২৫ , ০৬:৩১ পিএম


loading/img
সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে পরাজিত হয় ইন্টার মিলান। ৫-০ গোলের ইন্টারের এই হার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসেই সবচেয়ে বড় ব্যবধানের হার। একে একে সব ট্রফি খুইয়ে সর্বশান্ত হওয়া নেরাজ্জুরিদের জন্য আসল ঘটনা বাকি ছিল। সেটাও এবার হয়ে গেলো তাদের সাথে। ইন্টার মিলানের হারানো গৌরব ফিরিয়ে আনা কোচ যে এবার ক্লাব ছেড়ে দিচ্ছেন। 

বিজ্ঞাপন

গত তিন মৌসুমে দুইবার ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেন।  দুবারই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। এবারের পরাজয়টা  যেনো একটু বেশিই লজ্জার। পিএসজির কাছে তার দল ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে।   

এই হারের পরও কোচ হিসেবে তাকে ধরে রাখতে চায় ইন্টার মিলান। কিন্তু মিলান তো বটেই, ইউরোপই ছাড়ছেন ইন্টার কোচ ইনজাগি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন সিমনে।

বিজ্ঞাপন

ইতালি ছেড়ে এরই মধ্যে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেছেন সিমনে। সেখানে আল হিলালের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন তিনি। ইন্টার মিলানের সঙ্গে চার বছরের সম্পর্ক ছেড়ে সৌদি ক্লাবটির কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কোচ। ক্লাবটির সাথে ৩ বছরের জন্য চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন রোমানো। 

আরও পড়ুন

সৌদি ক্লাবটিতে যোগ দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা কোচদের একজন হবেন সিমনে। এই ইতালিয়ান কোচ প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো (৩৪৮ কোটি ২০ লাখ টাকা) বেতন পাবেন। ক্লাবটি তাদের নতুন ফুটবল  প্রজেক্টকে এই কোচের অধীনে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইন্টার মিলানের কোচের দায়িত্ব নেয়ার পর সিমনে একবার সিরি আ'র শিরোপাসহ ২টি কোপা ইতালিয়া, ৩টি ইতালিয়ান সুপার কাপ জয় করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |