১৭ বছর পর টটেনহ্যামকে শিরোপার স্বাদ পেয়ে দিয়েছেন কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু। তবে শিরোপা জয়ের দুই সপ্তাহ পরেই চাকরি হারালেন অ্যাঞ্জ পস্তেকগ্লু। শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তাকে চাকরি থেকে অব্যহতি দেয়ার কথা জানায় ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে ১-০ গোলে পরাজিত করে ৪১ বছরের মধ্যে প্রথমবারের মত কোন ইউরোপীয়ান পুরস্কার জয়ের কৃতিত্ব দেখায় ক্লাবটি। আর এতেই টটেনহ্যামের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত হয়। যদিও প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম বাজে একটি মৌসুম কাটানোর কারনে পোস্তেকোগ্লুর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। ১৯৭৬-৭৭ সালের পর প্রথমবারের মত স্পার্সরা রেলিগেটেড হয়ে প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে।
দুই বছর আগে পোস্তেকোগ্লুকে দলে ভিড়িয়েছিল টটেনহ্যাম। কিন্তু বিদায়টা তার সুখকর হলো না। ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভাই কোনভাবেই তাকে ধরে রাখতে রাজী ছিলেন না।
এবারের প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচ খেলে ২২টিতেই পরাজিত হয়ে টেবিলের ১৭তম স্থানে থেকে রেলিগেশনে পড়েছে টটেনহ্যাম। লিস্টার সিটি, ইপসউইচ ও সাউদাম্পটনকে শুধুমাত্র তারা পিছনে ফেলেছে। বিবৃতিতে জানানো হয়েছে বোর্ড সদস্যরা প্রত্যেকেই পোস্তেকোগ্লুর ছাঁটাইয়ের বিষয়ে একমত পোষন করেছেন।
আরটিভি/এসকে/এআর