ক্লাব বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। উয়েফা নেশন্স লিগের ফাইনালের আগের দিন নিজেই এই কথা জানিয়েছেন।
বিশ্বকাপের মতো করে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। বিশাল আকারে এবারই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আগামী ১৫ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট আর শেষ হবে ১৩ জুলাই। যা নিয়ে বড় পরিকল্পনা সাজাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
রোনালদোর ক্লাব আল নাসের ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। তার পরেই রোনালদোর একটি পোস্টে জল্পনা উঠেছিল, তিনি হয়তো সৌদি আরবের ক্লাব ছাড়তে পারেন। সেই সম্ভাবনা আপাতত নাকচ করেছেন রোনালদো নিজেই। তার দাবি, আর্জেন্টিনার ক্লাবের তরফ থেকেও ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব ছিল।
রোনালদো বলেন, অনেক প্রস্তাব ছিল। কিছু ভাল, কিছু খারাপ। সব ক্লাবে তো যাওয়া যায় না। সবাইকে ছোট, মাঝারি এবং বড় মাপের পরিকল্পনা রাখতে হয়। এই সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। ক্লাব বিশ্বকাপে খেলব না। তবে প্রস্তাব অনেক ছিল।
আর্জেন্টিনা থেকেও প্রস্তাব এসেছিল। রোনালদোর মতে, আর্জেন্টিনা থেকে ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলাম। তবে কখন কী হয় কিছু বলা যায় না। কখনও আর্জেন্টিনায় যাইনি। এক বার যাওয়ার ইচ্ছা রয়েছে।
ক্লাব বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আপাতত রোনালদোর নেই। তার ক্লাব আল-নাসের টুর্নামেন্টে উঠতে পারেনি। সৌদি প্রো লিগ থেকে শুধু একমাত্র ক্লাব আল-হিলাল খেলবে।
উল্লেখ্য, আগামী ৩০ জুন আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ক্লাবটির সাথে রোনালদো চুক্তি নবায়ন করবে কিনা তাও নিশ্চিত নয়। ক্লাব বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু ক্লাবে সিআরসেভেনের যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।এদের মধ্যে ইন্টার মায়ামি, ক্লাসাব্লাঙ্কা, ব্রাজিলের বোটাফোগো উল্লেখযোগ্য।
আরটিভি/এসকে/এআর