২০২৪-২৫ মৌসুমের জন্য একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের সূচি ও ভেন্যুতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এসব পরিবর্তনের পেছনে রয়েছে মাঠ সংস্কার, প্রস্তুতির সময়সূচি ও ভবিষ্যৎ টুর্নামেন্টের চাহিদা।
পুরুষদের টেস্ট সিরিজে পরিবর্তন:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট:
পূর্ব নির্ধারিত ভেন্যু দিল্লির পরিবর্তে অক্টোবরে অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট:
১৪-১৮ নভেম্বরের এই ম্যাচটিও হবে ইডেনে, আগে যা নির্ধারিত ছিল দিল্লিতে।
নারী ওয়ানডে সিরিজে ভেন্যু পরিবর্তন:
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে দিল্লি ও নিউ চন্ডিগড়ে।
আগে এই সিরিজ চেন্নাইয়ে হওয়ার কথা থাকলেও মাঠ সংস্কারের কারণে তা সম্ভব হয়নি।
এ’ দলের সিরিজেও রদবদল:
ভারত-দ. আফ্রিকা এ’ দলের সিরিজ ব্যাঙ্গালুরুর বদলে হবে রাজকোটে।
ব্যাঙ্গালুরুতে নারী বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ একাধিক ম্যাচ আয়োজিত হবে, তাই স্টেডিয়ামটি আপাতত প্রস্তুতির জন্য রাখা হচ্ছে।
এই পরিবর্তনগুলো ভবিষ্যতের বড় আসরগুলোকে মাথায় রেখে করা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।
আরটিভি/এসকে