ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ফিরছে সুপার ব্যালন ডি'অর, কে হবেন আধুনিক ফুটবলের রাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৬:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর আবারও ফিরছে ফুটবলের সবচেয়ে বিরল ও মর্যাদাপূর্ণ পুরস্কার সুপার ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবলের এই বিশেষ স্বীকৃতি ১৯৮৯ সালে প্রথম ও একবারই দেওয়া হয়েছিল রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। এবার নতুন করে পুরস্কারটি চালু করার ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল, আর প্রশ্ন এখন একটাই মেসি নাকি রোনালদো কার হাতে উঠবে সম্মানজনক এই পুরস্কার।

বিজ্ঞাপন

পুরস্কারের মানদণ্ড অনুযায়ী:
একাধিকবার ব্যালন ডি’অর জয়ী হতে হবে
গত ৩০ বছরে ফুটবলে অসাধারণ অবদান রাখতে হবে

super_ballon_dor_lionel_messi_cristiano

বিজ্ঞাপন

এই দুই শর্ত পূরণ করে কেবল দুজনই:  
লিওনেল মেসি (৮ বার ব্যালন ডি’অর)  
ক্রিশ্চিয়ানো রোনালদো (৫ বার ব্যালন ডি’অর)

তাদের অর্জন:
মেসি: বিশ্বকাপ, কোপা আমেরিকা, ৪ চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য গোল ও অ্যাসিস্ট
রোনালদো: ইউরো, নেশনস লিগ, ৫ চ্যাম্পিয়ন্স লিগ, সর্বোচ্চ আন্তর্জাতিক গোল

আরও পড়ুন

ফুটবলবিশ্বে এখন তুমুল বিতর্ক কার প্রভাব বেশি, কে ছিলেন যুগের আসল রাজা। ফ্রান্স ফুটবলের ভোটিং পদ্ধতি এবং বিচারকদের মতামতের উপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইতিহাস বলছে, ডি স্টেফানোর মতো খেলোয়াড়রা শুধু পরিসংখ্যান নয়, দলীয় অর্জন ও প্রভাব দিয়েই পেয়েছিলেন এই সম্মান। তাই, সুপার ব্যালন ডি’অরের উত্তরাধিকারী হবেন কে? ফুটবল দুনিয়া তার অপেক্ষায়। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |