ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জিএম নর্ম না হলেও রানারআপ ফাহাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের হ্যালং সিটিতে অনুষ্ঠিত ২য় কুয়াং নিন গ্র্যান্ড মাস্টার-২ দাবা প্রতিযোগিতাতে দারুণ পারফর্ম করে রানার-আপ হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

বিজ্ঞাপন

৯ রাউন্ড সুইস লিগ ভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফাহাদ ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ দাবাড়ু। তার এই সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দাবা আরও এক ধাপ এগিয়ে গেল।

ফাহাদ তার এই পারফরম্যান্সে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। সঠিক যাচাই-বাছাই শেষে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রতিযোগিতায় স্বাগতিক ভিয়েতনাম, চীন, ফিলিপাইন, ভারতসহ বেশ কয়েকটি দেশের গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টাররা অংশ নেন। বাংলাদেশের দাবা অঙ্গনে ফাহাদের এই অর্জন নিঃসন্দেহে একটি বড় মাইলফলক। তার পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশা জাগানিয়া।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |