ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিগ ব্যাশ ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০২:০০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এবার রেকর্ডসংখ্যক ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠছে ড্রাফটে। ১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আসরের ড্রাফট। 

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে ড্রাফটে থাকা ক্রিকেটাররা হলেন,রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। 

এর মধ্যে রিশাদ হোসেনকে গতবার দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় এনওসি না মেলায় তিনি খেলতে পারেননি। এবারও চাইলে তাকে ধরে রাখতে পারে হোবার্ট।

বিজ্ঞাপন

বিপিএলের সময়সূচি ও এনওসি ইস্যু থাকায় আগে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। এ পর্যন্ত একমাত্র সাকিব আল হাসানই এই লিগে মাঠে নেমেছেন। তবু এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

চলতি ড্রাফটে ৩০টি দেশ থেকে ৬০০-এর বেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে হংকং, জাপান, রুয়ান্ডা, ইন্দোনেশিয়া, গ্রিস ও হাঙ্গেরির মতো দেশ থেকেও রয়েছে অংশগ্রহণ।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |