ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গল টেস্ট

শান্তর নান্দনিক সেঞ্চুরি, উড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৪:৪৭ পিএম


loading/img
নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

গল টেস্টে ৫০ রানে তিন উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৫ রান। মুশফিকুর রহিম ১৫৩ বলে ৯০ রান এবং ২১৫ বলে ১০৪ রান করে ব্যাট করছেন শান্ত।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ খেলে খালি হাতে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলামও। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৩ বলে ২৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

এরপর পঞ্চম উইকেটে শান্তকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের জুটিতে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যায় দুইজনই। তবে ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই সঙ্গে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |