ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

গল টেস্ট

ফর্মে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৫:৩৭ পিএম


loading/img
মুশফিকুর রহিমের সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

সবশেষ গত বছর পাকিস্তানে সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অভিজ্ঞ ব্যাটার। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মুশফিক। আর ফর্মে ফিরেই টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮০ রান। মুশফিকুর রহিম ১৭৬ বলে ১০০ রান এবং ২৪৬ বলে ১২৯ রান নিয়ে ব্যাট করছেন শান্ত।

মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১০ খেলে খালি হাতে আউট হয়েছেন এনামুল হক বিজয়। এদিন ইনিংস লম্বা করতে পারেননি সাদমান ইসলামও। ৫৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ৩৩ বলে ২৯ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর পঞ্চম উইকেটে শান্তকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের জুটিতে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার।

বিজ্ঞাপন

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে পৌঁছে যায় দুইজনই। তবে ২০২ বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই সঙ্গে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বাংলাদেশ। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ১৭৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |