দীর্ঘদিন আলোচনার পর অবশেষে চারদিনের টেস্টকে অনুমোদনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও চারদিনের টেস্ট অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে সংস্থাটি।
এর আগে, ২০১৭ সালে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে চারদিনের টেস্ট আয়োজনের অনুমতি দেয় আইসিসি। এরপর ইংল্যান্ড-আয়ারল্যান্ড ও ইংল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে দেখা গেছে চারদিনের টেস্ট। এবার সেই ধারণাকে নিয়মিত করতে চায় আইসিসি।
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে বিষয়টি নিয়ে বৈঠক হয়। সেখানে ছোট দেশগুলোর ক্রিকেট বোর্ডের দাবির প্রেক্ষিতে চারদিনের টেস্ট আয়োজনের সম্ভাবনার কথা গুরুত্ব পায়।
নতুন নিয়ম অনুযায়ী, চারদিনের টেস্টে দিনে ৯৮ ওভার খেলার প্রস্তাব করা হয়েছে। এতে অল্প সময়ে সিরিজ শেষ করা যাবে এবং খরচও কম হবে। বিশেষ করে আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দেশগুলো এতে লাভবান হবে বলে মনে করছে আইসিসি।
তবে সব টেস্ট নয়। ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ ও বোর্ডার-গাভাস্কার সিরিজের মতো ঐতিহ্যবাহী সিরিজগুলো আগের মতো পাঁচ দিনেই হবে।আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। তবে সবকিছু ঠিক থাকলে ২০২৫-২৭ চক্রেই শুরু হতে পারে চারদিনের টেস্টের নতুন অধ্যায়।
আরটিভি/এসকে/এস