গল টেস্ট

গিলক্রিস্টকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০১:৪০ পিএম


মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

গল টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। ব্যাট হাতে আরও একবার প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশের নির্ভরতার আরেক নাম। অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা বোলিং না করা ব্যাটসম্যান হিসেবে এখন শীর্ষে মুশফিক।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০০ রান। লিটন দাশ ৫০ ও মুশফিক ১৫২ রানে ব্যাট করছেন।

গল টেস্টে ১১২ রান পেরোনোর সঙ্গে সঙ্গেই মুশফিক ছাড়িয়ে যান গিলক্রিস্টকে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার ৩৯৬ ম্যাচে করেছিলেন ১৫,৪৬১ রান। সেই রেকর্ড ছাড়িয়ে মুশফিক এখন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,৪৬২+ রান নিয়ে শীর্ষে। যারা কখনো আন্তর্জাতিক ম্যাচে বল হাতে নেননি।

বিজ্ঞাপন

এই কীর্তির দিনে বাংলাদেশের ইনিংসেও মুশফিকের অবদান ছিল অসাধারণ। শান্তের সঙ্গে গড়েন ২৬৪ রানের দুর্দান্ত জুটি। শান্ত ১৪৮ রানে আউট হলেও মুশফিক ব্যাটে ছিলেন দৃঢ়। লিটন দাসকে সঙ্গে নিয়ে আরও একটি গড়াপড়ার পথে জুটি।

এই ইনিংসে মুশফিকের ধৈর্য, টেকনিক ও অভিজ্ঞতার সমন্বয় যেন বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড হয়ে উঠেছে। ছয় নম্বরে ব্যাট করে দেশের হয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরির পর এবার গিলক্রিস্টকেও টপকে বিশ্বরেকর্ড। সব মিলিয়ে মুশফিকের ক্যারিয়ার যেন ধরা দিয়েছে নতুন উচ্চতায়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission