ফুটবল দুনিয়ার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল মাঠের বাইরেও এখন আলোচনায়। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার হয়ে নজরকাড়া পারফরম্যান্সে যিনি জায়গা করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মনে। এবার সেই ইয়ামাল প্রেমের গুঞ্জনে শিরোনামে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, ১৭ বছর বয়সী বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল ৩০ বছর বয়সী স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার ফাতি ভাজকেজের সঙ্গে প্রেম করছেন বলে দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
একসঙ্গে ছুটি কাটানোর ছবি ও সময় মিলিয়ে এমন ধারণা আরও জোরালো হয়েছে। যদিও একজন ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, দুজনের প্রেমের কোনো প্রমাণ নেই এবং তারা কাকতালীয়ভাবে একই রিসোর্টে ছিলেন। তবে ফাতি ইতিমধ্যেই অনলাইনে নানা নেতিবাচক মন্তব্য ও হুমকির শিকার হয়েছেন। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, ইয়ামালের সঙ্গে প্রেম করছেন ১৩ বছরের বড় স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজ। ইতালির একটি বিলাসবহুল রিসোর্টে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই জুটি—এমন ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
প্রথমে আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্টে একই জায়গায় ছবি দেন ইয়ামাল ও ফাতি। পরে স্প্যানিশ ম্যাগাজিন ‘লেকচারাস’ একটি স্পিডবোটে তাদের একত্রে থাকার ছবি প্রকাশ করলে গুঞ্জন আরও তীব্র হয়। ছবিতে ইয়ামালকে দেখা যায় বোট চালাতে, পেছনে তাকে জড়িয়ে ফাতি।
তবে এ সম্পর্ক অস্বীকার করেছেন ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস। তার দাবি, দুজন কাকতালীয়ভাবে একই রিসোর্টে ছিলেন। ইয়ামালের সঙ্গেও ছিলেন আরও কিছু বার্সা সতীর্থ।
এদিকে ফাতি ভাজকেজ প্রেমের গুঞ্জনের পর থেকে অনলাইনে ঘৃণা ও হুমকির শিকার হচ্ছেন। ইনস্টাগ্রামে তিনি বলেন, কিছু মানুষ এতটাই অন্ধভাবে ঘৃণা ছড়ায়, যা মর্মান্তিক। আমি তাদের আরোগ্য কামনা করি।
উল্লেখ্য, ফাতি একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তার অনুসারী ১০ লাখের বেশি, ইনস্টাগ্রামে ৪ লাখ এবং টিকটকে প্রায় ৩.২ লাখ। সম্পর্কের সত্যতা এখনো নিশ্চিত না হলেও, ইয়ামাল-ফাতিকে ঘিরে আলোচনা আপাতত থামছে না।
আরটিভি/এসকে