ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিসিবিতে যে দায়িত্ব পেলেন সামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৯:৪৪ পিএম


loading/img
সৈয়দ আবিদ হোসেন সামি। ছবি: ফেসবুক

বর্তমানে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে অন্যতম হলেন সৈয়দ আবিদ হুাসাইন সামি। সেই সঙ্গে দেশের বেসরকারি একটি টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ করেন তিনি। তবে এবার ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ পেয়েছেন সামি।

বিজ্ঞাপন

বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে সামিকে। বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বর্তমানে একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সামি ছাড়াও আমিনুলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছে আরও দুই জনপ্রিয় মুখ। সাখাওয়াত হোসেন এবং ব্যারিস্টার শাইখ মাহাদী। পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। 

বিজ্ঞাপন

এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়াও প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |