ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখাল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। ইউরোপিয়ান জায়ান্ট ও সদ্য চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন বোতাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। পিএসজির দুই ডিফেন্ডারকে কাটিয়ে ম্যাচের ৩৬তম মিনিটে গোলটি করেন তিনি।
এই জয়ে বোতাফোগো শুধু ম্যাচ জিতেই থামেনি। বরং তারা ইতিহাসও গড়েছে। এটি প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান কোনো দল ফিফার টুর্নামেন্টে ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে হারাল।
এছাড়া পিএসজির বিপক্ষে অপরাজিত থাকল তারা। ১৯৮৪ সালে প্রথম দেখায়ও জিতেছিল বোতাফোগো। ৪১ বছর পর আবার মুখোমুখি হয়ে জয় তুলে নিল তারা।
এবারের ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর পারফরম্যান্সও চমৎকার। এখন পর্যন্ত তারা খেলেছে আটটি ম্যাচ, যার মধ্যে পাঁচটিতে জয়, তিনটি ড্র এবং একটিও হারেনি।
এই জয় শুধু বোতাফোগোর জন্য নয়। বরং দক্ষিণ আমেরিকান ফুটবলের জন্যও এক গর্বের মুহূর্ত।
এবারের ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর পারফরম্যান্স চোখে পড়ার মতো। এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে তারা পাঁচটিতে জয়ের দেখা পেয়েছে। বাকি তিন ম্যাচ ড্র। হার নেই একটি ম্যাচেও।
আরটিভি/এসকে/এআর