বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী উদযাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০০ সালের ২৬ জুন আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে ২১ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত দেশজুড়ে আয়োজিত হবে এক সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
উদ্যোক্তা স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান। তাঁর নেতৃত্বেই এই উদযাপনে থাকছে নানা বয়সী দর্শক ও ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ত করার উদ্যোগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণাঙ্গ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলক স্মরণে, বিসিবি দেশজুড়ে বিভিন্ন বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা এবং আনন্দ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী ২১ জুন ২০২৫ থেকে ২৮ জুন ২০২৫ তারিখ পর্যন্ত এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রসার এবং সর্বস্তরের মানুষের মধ্যে অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজনে যা থাকছে:
সিক্স-এ-সাইড টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১২): খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও বরিশালে আয়োজন করা হবে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ম্যাচ।
বিভিন্ন মজার ও শিক্ষামূলক কার্যক্রম:
- পেসার হান্ট: তরুণ প্রতিভা খুঁজে বের করার চ্যালেঞ্জ
- কমেন্ট্রি বুথ: দর্শকদের ধারাভাষ্য দেওয়ার সুযোগ ঐতিহাসিক টেস্ট মুহূর্ত নিয়ে
- আর্ট প্রতিযোগিতা: টেস্ট ক্রিকেটভিত্তিক ছবি আঁকার আয়োজন
- হিট দ্য স্টাম্প: ওপেন চ্যালেঞ্জ—স্টাম্পে বল লাগানোর খেলা
- "গুড লাক" উইশ বোর্ড: দর্শকদের শুভকামনা বার্তা লেখার সুযোগ
বিসিবি আশা করছে, এই আয়োজন শুধু স্মরণীয় মুহূর্ত উদযাপন নয়। আগামী প্রজন্মের মাঝে ক্রিকেটপ্রেম ও অনুপ্রেরণাও ছড়িয়ে দেবে। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর করবে।
আরটিভি/এসকে/এআর