ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গ্লোবাল লিগের জন্য রংপুরের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১০ জুলাই, যেখানে রংপুর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।

বিজ্ঞাপন

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে ছাড়াই এবার টুর্নামেন্টে মাঠে নামবে রংপুর। তবে টি-টোয়েন্টি দলের পরিকল্পনার বাইরে থাকা সৌম্য সরকার এবার খেলবেন রংপুরের হয়ে। আগের আসরের মতো এবারও নুরুল হাসান সোহান-এর নেতৃত্বে খেলবে দলটি।

ঘোষিত স্কোয়াডে আছেন দেশি তারকাদের মধ্যে নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও রাকিবুল ইসলাম। বিদেশি কোটায় রংপুরকে প্রতিনিধিত্ব করবেন ইফতিখার আহমেদ, কাইল মায়ার্স, তাব্রাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফেরা।

বিজ্ঞাপন

রংপুরের ম্যাচ সূচি (গ্রুপ পর্ব):  
১৩ জুলাই: বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স  
১৪ জুলাই: বনাম হোবার্ট হ্যারিকেন্স  
১৬ জুলাই: বনাম দুবাই ক্যাপিটালস  
১৭ জুলাই: বনাম সেন্ট্রাল স্ট্যাগস  

গতবার পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে প্রথম আসর হয়েছিল জিএসএলের। এবারও সেই কাঠামোই থাকছে। দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্যেই মাঠে নামবে রংপুর রাইডার্স।

আরও পড়ুন

রংপুর রাইডার্সের স্কোয়াড: 
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে। 


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |