ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চার ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন ক্লাবের মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৮:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের অভিজ্ঞ মিডফিল্ডার আন্দের এরেরা ক্লাব বিশ্বকাপে লাল কার্ড দেখার পর এবার চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।   

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে গত ১৭ জুন, বেনফিকার বিপক্ষে ম্যাচে। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও ভিএআর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থেকে আগ্রাসীভাবে রেফারির দিকে ধেয়ে যান এরেরা। নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কি করেন। এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তাকে লাল কার্ড দেখানো হয় বেঞ্চে বসা অবস্থায়।

এর পরদিনই তদন্ত করে ফিফা। অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ অফিশিয়ালের কার্যক্রমে হস্তক্ষেপ ও আগ্রাসী আচরণের দায়ে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্বাভাবিকভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞার কথা থাকলেও অপরাধের ধরন বিবেচনায় সর্বোচ্চ শাস্তিই পেলেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে বোকা জুনিয়র্স ইতোমধ্যে এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদি নিষেধাজ্ঞা কমে, তবে সেমিফাইনালের আগেই দলে ফিরতে পারেন এরেরা।

আরও পড়ুন

ম্যাচটিতে বেনফিকার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে গোল হজম করে ড্র করে মাঠ ছাড়ে বোকা। নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে এরেরার খেলা এখন অনেকটাই অনিশ্চিত।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |