ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ফিফার টুর্নামেন্টে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৮:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রেকর্ড যেন লিওনেল মেসির জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। আর এবার ফিফার টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের বিশ্বরেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।  

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে গোল করে ফিফার আয়োজিত টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা নিয়ে যান ২৫-এ। এতদিন এই তালিকায় তিনি ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার সঙ্গে যৌথভাবে শীর্ষে (২৪ গোল)। এবার তিনি এককভাবে এই রেকর্ডের মালিক।  

২০ বছরের ক্যারিয়ারে ফিফার ১০টি ভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন মেসি। এর মধ্যে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ১৩ গোল, আন্ডার-২০ বিশ্বকাপে ৬ গোল, আর ক্লাব বিশ্বকাপে ৬ গোল তার নামের পাশে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়:
লিওনেল মেসি – ২৫  
মার্তা – ২৪  
রোনালদিনহো – ১৯  
রোনালদো – ১৯  
ক্রিশ্চিয়ানো রোনালদো – ১৭  

এছাড়া ক্লাব বিশ্বকাপে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১,২৫০ গোলে সরাসরি অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে)।  

বিজ্ঞাপন

পোর্তোর বিপক্ষে ফ্রি-কিক থেকে করা গোলটি ছিল তার ৬৮তম ফ্রি-কিক গোল। এই বিভাগে পার্নামবুকানো (৭৭) ও পেলে (৭০)'র পর মেসি এখন তিন নম্বরে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ম্যাচ দিয়েই ইন্টার মায়ামির হয়ে ৫০তম গোলেও পৌঁছেছেন তিনি। চলমান ক্লাব বিশ্বকাপে আরও ম্যাচ বাকি রয়েছে। ফলে রেকর্ড সংখ্যাটা আরও বাড়তে পারে এই ফুটবল গ্রেটের।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |