ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ক্লাব বিশ্বকাপ

শেষ ষোলো নিশ্চিত করতে মেসিদের যা করতে হবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৯:৩৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ইন্টার মায়ামি শুরুটা ভালো করতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে খেলার জোরালো সম্ভাবনা টিকিয়ে রেখেছে। 

বিজ্ঞাপন

গ্রুপ 'এ'-এর বর্তমান পরিস্থিতি: এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। প্রথম ম্যাচে মায়ামিকে রুখে দেওয়া আল-আহলি তাদের দ্বিতীয় ম্যাচে হেরে এখন ১ পয়েন্ট নিয়ে তলানিতে। অন্যদিকে, একইভাবে এক ড্র ও এক পরাজয়ে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পোর্তো। 

শেষ ম্যাচে মায়ামির প্রতিপক্ষ পালমেইরাস। এই ম্যাচের ফলই নির্ধারণ করবে মেসিরা শেষ ষোলোতে যাবে কি না।

বিজ্ঞাপন

শেষ ষোলোতে যেতে হলে যে সমীকরণ মিলাতে হবে মেসিদের  
বাকি ম্যাচে জয় পেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে চলে যাবে মেসিরা। আর ড্র করলে ৫ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ ষোলো নিশ্চিত। আর হারলে তখন তিন দলের পয়েন্ট হবে সমান সমান ৪ করে। তখন গোল ব্যবধানে পরের রাউন্ডে যেতে হবে।

আরও পড়ুন

যদি গোল ব্যবধানে পিছিয়ে থাকে ইন্টার মায়ামি, তাহলে গ্রুপ থেকেই বিদায় নিতে হতে পারে মেসিদের। তাই কমপক্ষে ড্র করাই এখন প্রধান লক্ষ্য ইন্টার মায়ামির সামনে। তবে ভুলের কোনো সুযোগ নেই। সামান্য হোঁচটই ছিটকে দিতে পারে লিওনেল মেসিদের। সেই সাথে হেরে গেলে জটিল সমীকরণের মারপ্যাঁচে পরতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |