ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ক্লাব বিশ্বকাপ

চেলসিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর ইতিহাস 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১১:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান পরাশক্তিদের বিরুদ্ধে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর দাপট অব্যাহত। বোতাফোগোর পর এবার চেলসির বিপক্ষে চমক দেখাল ফ্ল্যামেঙ্গো। ইংলিশ ক্লাবটিকে ৩–১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আমেরিকার এই জায়ান্ট। একই সঙ্গে নিশ্চিত করেছে শেষ ষোলো।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই চেলসি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফিরে দাঁড়ায় ফ্ল্যামেঙ্গো। ব্রুনো হেনরিক, দানিলো ও ওয়ালাসে ইয়ানের গোলেই জয়ের হাসি। ২৫ বছর পর কোনো নন-ইউরোপিয়ান ক্লাব উয়েফা দলের বিপক্ষে ২+ গোলের ব্যবধানে জিতল। আর ৩৩ বছর পর পিছিয়ে থেকেও ইউরোপিয়ান ক্লাবকে হারানোর নজির গড়ল কোনো দক্ষিণ আমেরিকান দল।

এই জয়কে ‘স্মরণীয় দিন’ বলে উল্লেখ করেছেন ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইস। গ্রুপ ‘এ’ থেকে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে শেষ ষোলোতে। বাকি একটি জায়গা নিয়ে লড়বে চেলসি ও ইএস তিউনিস।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। বাকি দুই দল চেলসি ও ইএস তিউনিস। প্রত্যেকের পয়েন্ট ৩। এই দুই দলের মধ্যকার শেষ ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে নকআউট পর্বে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |