ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অভিষেক টেস্টে ভারতীয় ব্যাটারের বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন সাই সুদর্শন। তবে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে শুরুতেই হতাশ করলেন এই বাঁহাতি ব্যাটার। লিডসের হেডিংলিতে প্রথম ইনিংসে চার বল খেলে কোনো রান না করেই সাজ ঘরে ফিরে যান তিনি।

বিজ্ঞাপন

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সুদর্শন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে অফস্টাম্পের বাইরের বলে ক্যাচ তুলে দেন। এই শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে ভারতের ইতিহাসে প্রথমবার কেউ তিন নম্বরে নেমে অভিষেকে 'ডাক' মেরেছেন।

তবে একমাত্র তিনিই নন ভারতের হয়ে অভিষেকে শূন্য রানে আউট হওয়া টপ অর্ডার ব্যাটারদের তালিকায় নাম উঠেছে তার। এর আগে এই লজ্জাজনক রেকর্ডে নাম ছিল কৃষ্ণমাচারি শ্রীকান্ত (১৯৮১), কেএস ইন্দ্রজিৎসিংহজি (১৯৬৪), দত্তজিরাও গায়কোয়াড় (১৯৫২), মধুসুদন রেগে (১৯৪৯) ও দেভাং গান্ধির (১৯৯৯)।

বিজ্ঞাপন

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে ৭৫৯ রান করে নজর কাড়েন সুদর্শন। তবুও অভিষেক টেস্টে এমন পারফরম্যান্সে শুরুটা রঙহীনই রইল। তার টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ অভিমন্যু ইশ্বরন ও ধ্রুব জুরেলের মতো পরীক্ষিত ক্রিকেটাররাও এখনো অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন

তবে ভারতীয় নির্বাচকেরা এখনো তরুণ এই ব্যাটারের ওপর আস্থা রাখছেন। বাকিটা সময়ই বলবে, সুদর্শন সেই আস্থার প্রতিদান দিতে পারেন কি না।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |