ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি বাধায় ড্রয়ের পথে গল টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গল টেস্টে জয় ছিল চোখের সামনে, কিন্তু প্রকৃতি দিল নিষ্ঠুর ধাক্কা। পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশ যখন বড় লিডের পথে, ঠিক তখনই নামে বৃষ্টি। এরপর আর খেলার মাঠে ফেরা হয়নি।

বিজ্ঞাপন

দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ২৪৭ রানের লিডে পৌঁছায় বাংলাদেশ। শান্ত অপরাজিত ৮৯ রানে থেকে ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, মুশফিক ছিলেন ৪৯ রানে। কিন্তু ৭৬তম ওভারে রান আউটে কাটা পড়েন মুশফিক, দুর্ভাগ্যজনকভাবে এক রান দূরে থেকে।

ঠিক তখনই শুরু হয় বৃষ্টি, যা থামলেও ভেজা আউটফিল্ড আর নতুন করে নামা বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি।

বিজ্ঞাপন

এই অবস্থায় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই প্রবল। বাংলাদেশের দখলে ছিল ম্যাচের মোমেন্টাম, কিন্তু বৃষ্টির বাধায় শেষ হাসি হাসল না টাইগাররা। শান্তর সম্ভাব্য সেঞ্চুরিও রইল অনিশ্চয়তায়। 

আরও পড়ুন

দুই দলের জন্যই হতাশাজনক হলেও, বাংলাদেশের জন্য এ ড্র যেন জয় হাতছাড়া হওয়ার আক্ষেপই বেশি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |