ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কালো মোজা পরে খেলতে নেমে শাস্তির মুখে গিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখেন শুভমান গিল। হেডিংলিতে করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে সেই একই দিনে নিয়ম ভেঙে বিতর্কেও জড়িয়েছেন ভারতের তরুণ অধিনায়ক। কারণ, তার পায়ে ছিল কালো মোজা।

বিজ্ঞাপন

আইসিসির সর্বশেষ ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট’ নীতিমালার ১৯.৪৫ ধারা অনুযায়ী, টেস্ট ম্যাচে মোজার রঙ সাদা, ক্রিম বা হালকা ধূসর হতে হবে। অন্য কোনো রঙ, বিশেষ করে গাঢ় রঙের মোজা টেস্টে অনুমোদিত নয়। গিলের কালো মোজা তাই এই নিয়ম লঙ্ঘন করেছে।

এই ধরনের নিয়মভঙ্গকে আইসিসি লেভেল–১ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচনা করে। যদি ম্যাচ রেফারি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন, তাহলে গিলকে ম্যাচ ফি’র ১০–২০ শতাংশ জরিমানা করা হতে পারে।

বিজ্ঞাপন

তবে যদি প্রমাণ হয় যে অনুমোদিত মোজা ভিজে গিয়েছিল বা ব্যবহারযোগ্য ছিল না, সেক্ষেত্রে গিল শাস্তি থেকে রেহাই পেতে পারেন।

আরও পড়ুন

ক্রিকেটীয় পারফরম্যান্সের দিক দিয়ে গিলের দিন ছিল দুর্দান্ত—৩৫৯ রানে দিন শেষ করে ভারত, গিল অপরাজিত ১২৭। কিন্তু কালো মোজা পরে তাঁর দিনটা কিঞ্চিৎ বিব্রতকর দিকও নিল। এখন দেখার বিষয়, ম্যাচ রেফারির প্রতিবেদনে বিষয়টি উঠে আসে কি না।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |