ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ইতিহাসের পাতায় শান্ত, টেস্টে গড়লেন একাধিক বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৩:৩৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গল টেস্টে নাজমুল হোসেন শান্ত যা করে দেখালেন, তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে তিনি শুধু দলের হালই ধরেননি, গড়েছেন একাধিক ইতিহাসও।

বিজ্ঞাপন

এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)। শান্ত প্রথমবার করেছিলেন ২০২৩ সালে, আফগানিস্তানের বিপক্ষে।

একনজরে শান্তর কীর্তি 
১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
বাংলাদেশের সাপেক্ষে দেশের বাইরে ১ম এবং সবমিলিয়ে ৩য় বার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
টেস্টের ১৪৮ বছরে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
মাত্র ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি

বিজ্ঞাপন
আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শান্তর এই অর্জন নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। সবচেয়ে বড় রেকর্ড শান্ত হয়েছেন বিশ্ব টেস্ট ইতিহাসের মাত্র ১৫তম ক্রিকেটার। যিনি দুইবার দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |