ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ব্যতিক্রমী রেকর্ড গড়লেন নায়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৪:৫৯ পিএম


ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ব্যতিক্রমী রেকর্ড গড়লেন নায়ার
ছবি: সংগৃহীত

চলমান ইংল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ভারতের হয়ে মাঠে নামছেন করুণ নায়ার। আর মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন এই ডান হাতি ব্যাটার। 

বিজ্ঞাপন

এর আগে, ভারতের হয়ে ২০১৭ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নায়ার। এরপর কেটে গেছে ৮ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে নায়ার টানা ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন। আর এতেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করে ফেরার রেকর্ড গড়েছেন তিনি।

২০১৬ সালে মাত্র তৃতীয় টেস্টেই ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন নায়ার। সেই ইনিংস তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। তবে এরপর আর মাত্র তিনটি টেস্ট খেলে হারিয়ে যান ভারতীয় দল থেকে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

সময়ের সঙ্গে যেন তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও মিইয়ে যাচ্ছিল। ২০২২ সালে নিজ রাজ্য কর্ণাটকের রঞ্জি ট্রফি দল থেকেও বাদ পড়েছিলেন—যা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক মুহূর্ত। 

বিজ্ঞাপন

২০২৩ সালে নর্দাম্পটনশায়ারের তৎকালীন প্রধান কোচ জন স্যাডলার করুণ নায়ারকে একটি প্রশ্ন করেছিলেন। ‘তুমি যদি মনে করো আর কখনো ভারতের হয়ে খেলবে না, তাহলে আমাদের ক্লাবের হয়ে সব সংস্করণে দীর্ঘমেয়াদি চুক্তিতে খেলতে আগ্রহী হবে?

বিজ্ঞাপন

সে সময় নায়ার বলেছিলেন, আমি ভারতের হয়ে খেলতে চাই, আর আমি টেস্ট দলে ফেরার জন্য যা কিছু করা দরকার, সব করব।’ সেই নায়ার আট বছর পর দেশের হয়ে খেলতে নেমেছেন। হেডিংলিতে আজ ব্যাটিংয়েও নামবেন তিনি।

এতদিন সবচেয়ে বেশি ম্যাচ মিস করে দলে ফেরার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিটের। ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে মিস করেছিলেন ৩৯৬টি ম্যাচ তিনি। এরপর রয়েছেন ইংল্যান্ডের জো ডেনলি (৩৮৪), ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (৩৮০) এবং শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াট্টে (৩৭৪)।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission