চলমান ক্লাব বিশ্বকাপে বার্সেলোনা না থাকায় ছুটিতে রয়েছেন লামিন ইয়ামাল। তারপরও আলোচনার কেন্দ্রে রয়েছেন এই স্প্যানিশ তারকা। ২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ও ওনলি-ফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে ইয়ামালের ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
বয়সে বড় মডেলের সঙ্গে ছুটি কাটানোয় নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সেই আলোচনা হচ্ছে সেই মডেলকে নিয়েও; যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মডেল ভাসকেজ।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে এত কুৎসিত ভাষা ব্যবহার করা হচ্ছে! মানুষ আমাকে পেডোফাইল বলছে, মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি তো কিছু করিনি। দুজন মানুষ মিলে ছুটি কাটাতে পারে না?
তিনি আরও লিখেছেন, আমি এখনো ৩০-এ পৌঁছাইনি, আমার বয়স ২৯। আমরা শুধু আনন্দ করতে চেয়েছিলাম, তাতে এত হইচই করার কী আছে?
এর মাঝেই পর্ন তারকা ক্লদিয়া বাভেলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে গুঞ্জনের কোনও ভিত্তি নেই বলে দাবি করেছেন তিনি। স্প্যানিশ টিভি শো ট্রেডএআরে লামিন বলেন, বাভেলের সঙ্গে দেখা করতে চাননি, কারণ এতে তিনি আগ্রহী ছিলেন না। কারণ, আমার মা অচেনা কাউকে বাসায় ঢুকতে দেন না।
আরটিভি/এসআর -টি