কিছুদিন আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উৎসবে অংশ নিয়ে পদদলিত হয়ে মৃত্যু বরণ করেন এক দর্শক। এবার একই ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। এমসি আলজারের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর, গ্যালারির ওপরের স্ট্যান্ড থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক দর্শক।
শনিবার (২১ জুন) এই ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ৫ জুলাই স্টেডিয়ামে। নিহত দর্শকটির নাম ইয়োনেস। এ ছাড়াও গ্যালারির ওপরের স্ট্যান্ড থেকে পড়ে আরও অনেকে আহত হয়েছেন।
সংবাদ সংস্থা এএফপির তথ্য মতে, স্ট্যান্ডের উপরের বেষ্টনী ভেঙে গেলে অনেকে নিচে পড়ে যান। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশ স্তব্ধ হয়ে যায়। এতে প্রাণ হারান ইয়োনেস এবং আহত হয়েছে ১১জন।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সমর্থকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এমসি আলজার ক্লাব কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমনকী, ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারাও আহতদের রক্ত দিতে ছুটে যান হাসপাতালে।
মর্মান্তিক ঘটনার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ক্লাব সভাপতি এক বিবৃতিতে নিহত ইয়োনেসের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরটিভি/এসআর