ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

অলিম্পিকে বিসিবির কাউন্সিলর হচ্ছেন ফাহিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০২:১৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) নিজেদের কাউন্সিলর পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ জুন পরিচালনা পর্ষদের সভায় সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমকে বিওএ’তে বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সেই মোতাবেক বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর এক আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। বিসিবি ও বিওএ উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিওএ’তে বিসিবির কাউন্সিলর ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবি তাকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়। ফলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে বিসিবির কার্যত প্রতিনিধি ছিল না। এই পরিপ্রেক্ষিতে বিসিবি কাউন্সিলরে পরিবর্তন এনেছে। অনেক ফেডারেশনের কমিটি রদবদল হলেও বিওএ’তে কাউন্সিলর পরিবর্তন করেনি সেভাবে। ক্রিকেট বোর্ডই খানিকটা এগিয়ে থাকল অন্য ফেডারেশনগুলোর চেয়ে বিওএ’তে সক্রিয় প্রতিনিধিত্বে।

বিজ্ঞাপন

নির্বাচনের সময় ফেডারেশন, বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছ থেকে বিওএ আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর তালিকা চাইবে। সেই সময় মনোনীত কাউন্সিলরগণই বিওএ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে গণ্য।

ফলে ক্রিকেট বোর্ডের মনোনীত কাউন্সিলর একটি উপ-মহাসচিব, একটি সহ-সভাপতি ও একটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিওএ বিদম্যান গঠনতন্ত্র সভাপতি ও মহাসচিব পদ ছাড়া সহ-সভাপতি, উপ মহাসচিব ও সদস্য পদে অলিম্পিক ও নন অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের নির্দিষ্ট কোটা রয়েছে।

বিসিবি’র গঠনতন্ত্রে রয়েছে কোনো পরিচালক অন্য কোনো ফেডারেশনের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা। এটি মূলত ফেডারেশনের সমন্বয়ে গঠিত হয়। 

বিজ্ঞাপন

এই সংস্থায় বিসিবির পরিচালকের কমিটিতে থাকতে নিষেধাজ্ঞা নেই। বিসিবির পদচ্যুত পরিচালক নজীব আহমেদ ‌‌দুই মেয়াদে বিওএ’র উপ-মহাসচিব রয়েছেন। তিনি বিসিবির পরিচালক হলেও উপ-মহাসচিব হয়েছেন পেট্রোন (মন্ত্রী) মনোনীত কাউন্সিলর কোটায়।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |