ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:২৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ডেভিড 'সিড' লরেন্সের মৃত্যু সত্যিই ক্রিকেটবিশ্বের জন্য এক শোকসংবাদ। তিনি শুধু একজন পেসারই ছিলেন না, বরং ‍বর্ণবাদবিরোধী সংগ্রামের প্রতীকও হয়ে উঠেছিলেন ইংলিশ ক্রিকেটে। মটর নিউরন ডিজিজ (এমএনডি) নামক দুরারোগ্য ব্যাধির সঙ্গে এক বছর লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৬১ বছর বয়সী সাবেক এই ইংলিশ পেসার।

বিজ্ঞাপন

লরেন্সের মূল তথ্য এক নজরে:
বয়স: ৬১  
রোগ: মোটর নিউরন ডিজিজ (MND)  
ইংল্যান্ডের হয়ে: ৫ টেস্ট, ১ ওয়ানডে (মোট ১৮ উইকেট) খেলেছেন 
কাউন্টি: গ্লুচেস্টারশায়ার (২৮০ ম্যাচ, ৬২৫ উইকেট)  
২০২২ সালে কাউন্টি ক্লাবের প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি  
এমবিই খেতাব: ২০২৫ সালে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে

হাঁটুর মারাত্মক ইনজুরির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার অকালেই শেষ হয়। তবে তিনি থেমে যাননি ব্যবসা, বডিবিল্ডিং ও পরবর্তীতে সমাজসেবায় জড়িত ছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

গেল বছর এমএনডি রোগে আক্রান্ত হন লরেন্স। এরপর ধীরে ধীরে তার মস্তিস্ক, মাংসপেশি দুর্বল ও নষ্ট হতে থাকে। এই রোগের কোন চিকিৎসা ছিল না। তারপরও এই রোগ সর্ম্পকে সচেনতা বাড়াতে এবং অর্থ সংগ্রহের কাজ করেছেন তিনি।  এমএনডি রোগের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজেও ছিলেন অগ্রগামী। তার প্রয়াণে শুধু ইংল্যান্ড নয়, বিশ্বক্রিকেট হারাল এক সাহসী মানুষকে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |